ABOUT US

প্রিয় পাঠক/ভিজিটর,

অ্যাবাউট আস পেইজে আপনাকে স্বাগতম। অ্যাবাউট আস পেইজটি বাংলায় লিখার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্লগের বেশিরভাগ ভিজিটর বাংলাদেশী, তাই সবার বুঝার সুবিধার কথা চিন্তা করে আমরা বাংলায় এই পেইজে আমাদের অ্যাডমিন প্যানেল ও ব্লগ সম্পর্কে কিছু লিখার চেষ্টা করছি।

মেহেদী হাসান: 

আমি মেহেদী হাসান, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট থেকে কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা সম্পন্ন করার পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং এ গ্রাজুয়েশেন শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে সিনিয়র আইটি এক্সিকিউটিভ হিসাবে চাকরীরত আছি। আমার বাড়ি ময়মনসিংহ জেলায় কিন্তু চাকরির সুবাদে থাকি ঢাকায়। ব্লগে লিখালিখি করতে আমার বেশ ভাল লাগে। অনেক আগে থেকেই ব্লগে লিখার অভ্যাস। তারই ধারাবাহিকতায় টেক রিলেটেক আর্টিকেল, স্মার্টফোন রিভিউ, ল্যাপটপ রিভিউ, গেজেট রিভিউ, টিউটোরিয়াল, ব্লগিং, সফটওয়্যার রিভিউ, সফটওয়্যার ব্যাবহার, ইউটিভিউ চ্যানেল, মনিটাইজেশন, গুগল অ্যাডসেন্স, গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং ইত্যাদি নানা বিষয় নিয়ে  ব্লগটি সাজিয়েছি। আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের কন্ট্রাক্ট আস পেইজ ভিজিট করার জন্য অনুরোধ করছি।

নীরব হাসান:

নীরব হাসান ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা সম্পন্ন করে বর্তমানে ডুয়েটে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং এর ৩য় বর্ষে আছে। সে এই ব্লগের অ্যাডমিন ও এডিটর। তারও বাড়ি ময়মনসিংহ জেলায়, পড়াশোনার সুবাদে থাকেন গাজীপুরে।

এই ব্লগ সম্পর্কে ধারনা:

গুগুল সার্চ করলে বর্তমানে “টেক” নিয়ে কাজ করে এমন অনেক ব্লগ বা সাইট পাওয়া যায়। তাদের মধ্যে বেশিরভাগ নিউজ মিথ্যা থাকে! তারা নিজেদের ভিউ বাড়ানোর জন্য আকর্ষনীয় টাইটেল দিয়ে পোস্ট করে থাকে। যার ফলে পাঠকরা বা যারা প্রয়োজনীয় সময় বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান তারা প্রতারিত হন। তাদের কথা চিন্তা করে, সঠিক সমাধান বা টিপস দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। 

কেন আপনি এই ব্লগটি পড়বেন? 

আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন আমি এই ব্লগটি পড়ব বা অনুসরণ করব? আপনার প্রশ্নের উত্তর আমি নিচে দেওয়ার চেষ্টা করছি।
  • পেইজ ভিউ বাড়ানোর উদ্দেশ্যে কোন ভূয়া নিউজ এখানে প্রকাশ করা হয়না।
  • সহজ বাংলা এবং ইংরেজিতে পোস্ট গুলো করা হয়।
  • সহজ ইংরেজির পাশাপাশি বাংলায় অনুবাদ করে পোস্ট করা হয়।
  • প্রতিটা পোস্ট খুব সহজভাবে উপস্থাপন করা হয়।
  • মান সম্পন্ন ইমেজ ব্যাবহার করে পোস্ট করা হয়।
  • কঠিন বিষয়গুলো নিজ থেকে প্রশ্ন করে তার উত্তর দিয়ে দেওয়া হয়।
  • দ্রুত কমেন্টেসের প্রতিউত্তর দেওয়া হয়।
  • আপনার কোন তথ্য আমারা স্টোর করে রাখিনা। তাই আপনার নিরাপত্তা নিয়েও চিন্তা নেই।
  • প্রতিটা পোস্টে সঠিক ট্যাগ ব্যাবহার করা হয়।
  • পোস্টগুলো বুলেট পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়।
  • পোস্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোল্ড করে দেওয়া হয়।
এমন অনেক কারন আছে, যার জন্য আপনি এই ব্লগটি অনুসরণ করবেন এবং সর্বদা আমাদের সাথে থাকবেন।

ডিসক্লেইমার নোটিশ:

এই ব্লগে যে ইমেজ গুলো ব্যাবহার করা হয় তা বাংলাদেশের কপিরাইট আইনের ফেয়ার ইউজ পলিসির আন্ডারে করা হয়। তাছাড়া আমরা কারও কোন লিখার অংশবিশেষ কপি করিনা। যদি কারও কোন লিখার সাথে আমাদের কোন লিখা মিলে যায় তাহলে ব্যাপারটা কাকতালীয় ব্যাতীত আর কিছুই না। যদি এমন কোন কিছু আমাদের ব্লগে পাওয়া যায়, তাহলে আমাদেরকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপানার ক্লেইমটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করব।

তাই, আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সার্পোট দিয়ে যাবেন। আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চাই।

ধন্যবাদ ও শুভেচ্ছায়
মেহেদী হাসান
অ্যাডমিন

Comments