প্রফেশনালি যে কোন আইপি এড্রেস ব্লক করুন || IP Address or Website

অফিস বা বাসায় আমাদের প্রায়ই কম্পিউটার ব্রাউজিং করতে গিয়ে অপ্রীতিকর অবস্থায় পরতে হয়। আপনি ইচ্ছে করলেই সেই অপ্রীতিকর অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন আমাদের আজকের এই টিপসটি ফলো করে। অথবা আমরা অনেকেই আমাদের অফিসে ফেসবুক, ইউটিউভের মত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্লক করে রাখতে চাই। কারন কেউ যেন কাজ রেখে শুধু শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাস্ত না থাকেন।
আমারা আইপি এড্রেস বেশ কয়েকভাবেই ব্লক করে রাখতে পারি। আপনি চাইলে আপনার রাউটার থেকে যে কোন আইপি ব্লক করে রাখতে পারেন। আবার গেইটওয়ে থেকেও আইপি ব্লক করে রাখা যায়। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার পিসি থেকে প্রফেশনালী যে কোন আইপি অ্যাড্রেস ব্লক করে রাখতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কেন আইপি অ্যাড্রেস ব্লক করবেন?

কেন আইপি অ্যাড্রেস ব্লক করবেন তা আগে আপনাকে ঠিক করতে হবে। কি ধরনের আইপি অ্যাড্রেস ব্লক করবেন তা আগে আপনাকে ভাবতে হবে। আপনি যে সাইটের আইপি অ্যাড্রেস ব্লক করবেন, সেই সাইটের আইপি আগে গুগুলে সার্চ করে খুঁজে বের করতে হবে। এর জন্য অনেক আইপি চেকার ওয়েবসাইট আছে। যেগুলো থেকে আপনি ফ্রি যে কোন সাইটের আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে পারবেন। উদারহরণ সরৃপ আমি  Doridro.com ওয়েব সাইটের আইপি অ্যাড্রেস ব্লক করতে চাই। এখন আমাকে এই সাইটের আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। আইপি চেকার বলছে এই সাইটের আইপি অ্যাড্রেস:  এবং রিজার্ভ ডিএনএস:  । এখন আমি যখন আইপি অ্যাড্রেস ব্লক করব তখন আমাকে  এই রিজার্ভ ডিএনএসও ব্লক করে দিতে হবে। নয়ত এই রির্জাভ ডিএনএন থেকে সাইট ব্রাউজিং হয়ে যাবে।

কিভাবে ব্লক করবেন?

প্রথমে কম্পিউটারের Run  এ গিয়ে টাইপ করতে হবে wf.msc এবং তারপর এন্টার দিতে হবে। তাহলে নিচের ছবির মত Window আসবে।
এবার বামপাশ থেশে Outbound Rules এ Single ক্লিক করতে হবে। তাহলে নিচের ছবির মত Window আসবে।
এবার ডানপাশ থেকে Action প্যালেটস থেকে New Rule এ ক্লিক করতে হবে। New Rule এ ক্লিক করার পর New Outbound Rule Wizard Window অপেন হবে। ঠিক নিচের ছবির মত।
এবার Custom বুলেট পয়েন্ট সিলেক্ট করে Next বাটনে ক্লিক করতে হবে। ঠিক নিচের ছবির মত।
এবার All Programs সিলেক্ট রাখা অবস্থায় Next বাটনে ক্লিক করতে হবে। ছবি দেখুন।
Protocol and Ports এই পেইজে যা আছে তাই থাকবে, অর্থাৎ এই পেইজে কোন কাজ নেই। শুধু মাত্র Next এ ক্লিক করলেই হবে।
Scope এর পেইজে আপনাকে মূল কাজটি করতে হবে। এখানে নিচের অপশনে অর্থাৎ Which remote IP Address does this rule apply to? এই অপশনে আপনার These IP Addresses সিলেক্ট করে Add বাটনে ক্লিক করতে হবে। ছবি দেখুন।
এবার This IP Address or Subnet সিলেক্ট রেখে আপনি যে আইপি ব্লক করতে চান তা টাইপ করে OK বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের রির্জাভ ডিএনএসও ব্লক করতে হবে তাই পুনরায় Add বাটনে ক্লিক করে অ্যাড্রেসটিও ব্লক করে দিতে হবে। তারপর Next বাটনে ক্লিক করতে হবে। ছবি দেখুন:
এখন Action পেইজে আপনাকে Block the Connection সিলেক্ট রেখে Next বাটনে ক্লিক করতে হবে।
এবার Profile পেইজে Domain, Private, Public তিনটিই সিলেক্ট করে Next করতে হবে।
সর্বশেষ আপনি কি ব্লক করছেন তা যেন পরে দেখে চিনতে পারেন তাই একটি নাম দিয়ে দিবেন। যেহেতু আমি Doridro সাইটটি ব্লক করেছি তাই নামটি Doridro দিয়ে Finish এ ক্লিক করলেই হয়ে যাবে।
ব্যাস কাজ শেষ, এবার চেক করার পালা আমরা যে কাজটি করলাম তা হলো কিনা। তাই ব্রাউজারে ‍গিয়ে Doridro সাইটটিতে ঢুকার চেষ্টা করলে এমন দেখাবে।
আপনি যদি এই সাইটটিকে আনব্লক করতে চান তাহলে Outboard Rules এর হোমপেইজে আপনার ব্লক করা নামটি দেখতে পাবেন। ঐ নামের রাইট ক্লিক করে Delete বাটনে ক্লিক করলেই হয়ে যাবে।

তো বন্ধুরা এই ছিলো আজকের মত। এখন থেকে আপনি ইচ্ছে করলেই প্রফেশনালী কোন রাউটার বা গেটওয়ে ছাড়াই যে কোন আইপি অ্যাড্রেস ব্লক করে রাখতে পারবেন। 

পোস্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই যে কোন প্রশ্ন থাকলে বা পরামর্শ থাকলে ফেসবুকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
 ভিডিও টিউটোরিয়াল:

Comments