বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু

দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক কার্যক্রম আজ রবিবার ১৯ তারিখ থেকে শুরু হয়েছে। বিসিএসসিএল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১- এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ইত্যিমধ্যে দেশের সব কয়টি টিভি-চ্যানেলের সাথে চুক্তি করে ফেলেছে।

চ্যানেলগুলো কিভাবে সংযুক্ত হয়েছে?

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সাহায্যে সম্প্রচারে কোন রকম টেলিভিশন আর্থষ্টেশন স্থাপনের প্রয়োজন পরেনি। কারন টেলিভিশন আর্থষ্টেশন স্থাপন অনেক ব্যায়বহুল। তাই টেলিভিশন চ্যানেলগুলো ফাইবার অপটিকের সাহায্যে বিএস-১ স্যাটেলাইটের সাহয্যে সংযোগ স্থাপন করেছে।

বিসিএসসিএলের চেয়ারম্যান কি বললেন?

বিসিএসসিএলের চেয়ারম্যানে শাহজাহান মাহমুদ স্যার বলেছেন, এর আগে আমরা কয়েকমাস পরীক্ষামূলক সম্প্রচার চালিয়ে সফল হয়েছি, তাই আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিএস-১ এর কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য তারা চ্যানেলগুলোর সাথে তারা আনুষাঙ্গিক চুক্তি করে করবেন। তিনি আরো বলেন বিএস-১ থেকে সেবা পেতে চ্যানেলগুলোর কোন আর্থষ্টেশন স্থাপনের প্রয়োজন হবেনা।

পরীক্ষামূলক সম্প্রচার:

গত বছরের ৪ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্টিত হয় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের ম্যাচগুলো বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সাহায্যে সরাসরি সম্প্রচার করা হয়। এরপর দেশের বিভিন্ন চ্যানেলের সাথে সংযোগ স্থাপন করেও পরীক্ষামূলক সম্প্রচার করা হয়।

ডিটিএইচ বিএস-১ দিয়ে:

দেশের বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো “আকাশ” ডিটিএইচ সেবা চালুর ঘোষণা দিয়েছে। যা বঙ্গবন্ধূ স্যাটেলাইট-১ ব্যাবহার করে সেবা দেওয়া হবে। “আকাশ” ডিটিএইচ সেবাটিও আজকে উদ্ধোধন হওয়ার কথা রয়েছে।

বঙ্গব্ন্ধু স্যাটেলাইট-১:

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট। যা ১১ মে ২০১৮ সাথে যুক্তরাষ্টের কেনডি স্পেস থেকে উৎক্ষেপন করা হয়। এরই সাথে বাংলাদেশ ৫৭ তম স্যাটেলাইট সম্পন্ন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মোট ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে এর মধ্যে ১৪টি সি ব্যান্ডের আর ২৬টি কো ব্যান্ডের।বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ১১৯.০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ কক্ষপথে অবস্থান করছে।
Tags: Bangabandhu Satellite-1, Tranponder, Tech News, Technology, Bangladesh, Trending Tech Bangladesh.

Comments