হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেমের নাম “হংমেং”!

এ বছরের মার্চের কথা, হুয়াওয়ের প্রধান নির্বাহী রিচার্ড উ জানিয়েছিলেন, তারা যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় নিজেদের অপারেটিং সিস্টেম চালু করবেন। গত রোববার ১৯ মে হুয়াওয়ের সাথে বাণিজ্য চুক্তি বাতিল করেছে গুগল। যার পর নিজেদের অপারেটেং সিস্টেম চালুর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

কি ঘটেছিলো?

ট্রাম্প প্রশাশনের চীনা জায়ান্ট হুয়াওয়েকে যুক্তরাষ্টে কালো তালিকা ভূক্ত করেছে। এই ঘোষণার পর যুক্তরাষ্টের টেক জায়ান্ট গুগল হুয়াওয়ের সাথে বাণিজ্য চুক্তি বাতিল করে। যার ফলশ্রুতিতে ইউটিউব, জিমেইল, গুগল ম্যপ, প্লে-স্টোরের মত জনপ্রিয় অ্যাপগুলো আর হুয়াওয়ের স্মার্টফোনে থাকবেনা। তবে এই ঘোষণায় আরো বলা হয়, বিদ্যমান যে স্মার্টফোনগুলো বাজারে আছে বা মানুষের হাতে আছে তাতে এই অ্যাপগুলোর আপডেট পেতে কোন রকম সমস্যা হবেন।

হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম:

গুগলের ঘোষনার একদিন পরই হুয়াওয়ে নিজেরা অপারেটিং সিস্টেম চালু করবে বলে ঘোষণা দিয়েছে। হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেমের নাম হতে পারে “হংমেং”। হুয়াওয়ের তাদের এই অপারেটিং সিস্টেম তৈরি ও ক্রমাগত আপডেট অব্যাহত রেখেছে ২০১২ সাল থেকেই। হুয়াওয়ে সেন্ট্রাল জানিয়েছে, ইতিমধ্যে হুয়াওয়ে তাদের নিজেদের কিছু ফোনে অপারেটিং সিস্টেমটি পরীক্ষা করে দেখেছে এবং বাগ ফিক্স করা হয়েছে।

নাম নিয়ে এখনও ধোঁয়াশা:

এক বিশ্বস্ত সূত্র হুয়াওয়ে সেন্ট্রালকে জানিয়েছে অপারেটিং সিস্টেম তৈরি হয়ে গেছে তবে নামটি যে “হংমেং” হবে তা শতভাগ নিশ্চিত হতে পারেনি। তবে সূত্রটি ধারনা করছেন নামটি এমন কিছুই হতে পারে।

হুয়াওয়ে কি বলছে?

হুয়াওয়ের তাদের নতুন অপারেটিং সিস্টেমের নাম নিয়ে েএখনও কোন মন্তব্য করেনি। তবে তারা ইত্যিমধ্যে জানিয়েছে যে কোন অনাকাঙ্খিত মোকাবেলায় তারা প্রস্তুত। তারা নতুন অপারেটিং সিস্টেম চালু করবেন যা হতে যাচ্ছে অ্যান্ড্রয়ডের বিকল্প।
তথ্যসূত্র: হুয়াওয়ে সেন্ট্রাল।
Tags: huawei, Smartphone, China Giant huawei, huawei new operating system, huawei Lunch new operating system, google suspend business with huawei, google ban youtube, gmail, google maps in huawei smartphone.

Comments