কিছুদিন আগে চালু হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা “নগদ” , এটা পুরাতন খবর। নতুন খবর হচ্ছে ঈদ উপলক্ষে পুরো রমজান মাসজুড়ে নগদে ক্যাশ ইন করলেই পাবেন একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস। প্রতিটি ডিজিটাল কেওয়াইসি নিবন্ধন এবং আপনার নগন অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় ক্যাশ-ইন করলে এই বোনাস পাবেন।
কিভাবে পাবেন?
প্রতি ঘন্টায় সর্বোচ্চ পরিমাণ টাকা ক্যাশ ইন করা গ্রাহক পাবেন ৫ হাজার টাকা বোনাস। এই ক্ষেত্রে প্রতি ঘন্টায় সবোর্চ্চ ক্যাশ ইনের সংখ্যা যদি সমান হয় তাহলে ৫ হাজার টাকা পাবেন প্রথম জন। উদাহরন সরূপ, ১ ঘন্টায় ১০ জনে ১০০০০ টাকা করে ক্যাশ ইন করল। এই ক্ষেত্রে ৫ হাজার টাকা পাবেন প্রথমজন।
এছাড়াও প্রতিদিন সর্বোচ্চ ক্যাশ ইন গ্রাহক পেয়ে যাবেন ২৫ হাজার টাকা ক্যাশব্যাক। এই ক্ষেত্রেও আগের নিয়ম প্রযোজ্য, অর্থাৎ একদিনে সর্বোচ্চ ক্যাশ ইন করার সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে প্রথমজন পাবেন ২৫ হাজার টাকা।
আপনি যদি নগদের অ্যাপস ডাউনলোড করে নিজে নিজে অ্যাকাউন্ট করেন তাহলে পেয়ে যাবেন ২০ টাকা বোনাস। আর নিজে নিজে অ্যাকাউন্ট করা হিসাবে কেউ যদি এক হাজার টাকা বা তার বেশি ক্যাশ ইন করে তাহলে প্রতিটা ক্যাশ ইনের জন্য পাবেন ৩০ টাকা। এই অফারটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
আরো বিস্তারিত জানতে ভিডিও দেখুন:
তথ্যসূত্র: বাংলাদেশ ডাক বিভাগ।
আপনি যদি নগদের অ্যাপস ডাউনলোড করে নিজে নিজে অ্যাকাউন্ট করেন তাহলে পেয়ে যাবেন ২০ টাকা বোনাস। আর নিজে নিজে অ্যাকাউন্ট করা হিসাবে কেউ যদি এক হাজার টাকা বা তার বেশি ক্যাশ ইন করে তাহলে প্রতিটা ক্যাশ ইনের জন্য পাবেন ৩০ টাকা। এই অফারটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
আরো বিস্তারিত জানতে ভিডিও দেখুন:
তথ্যসূত্র: বাংলাদেশ ডাক বিভাগ।
Tags: Nagad, Nagad Bonus, Nagad Eid Offer, Nagad Eid Bonus, Nagad Cash In Bonus.
Comments
Post a Comment