উৎক্ষেপনের ১ বছর পর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করেছে দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মোট ৬ টি টেলিভিশন এবং ২টি ব্যাংক স্যাটেলাইটের সাথে যুক্ত হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাকি টিভি চ্যানেলগুলো এর সাথে যুক্ত হবে।
প্রথম যে সুবিধা পাচ্ছে:
যদিও বাণিজ্যিক সম্প্রচার শুরু করেছে তারপরও প্রথম ৩ মাস টিভি চ্যানেলগুলো ফ্রি সুবিধা পাচ্ছে। এই তিন মাসের ভিতরে যদি টিভি চ্যানেলগুলোর কোন কারিগরি জটিলতা দেখা দেয় তাহলে তা সমন্বয় করা হবে। এরপর বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড টেলিভিশন গুলোর কাছ থেকে অর্থ উপার্জন করতে পারবে।
কবে উৎক্ষেপন হয়?
দেশের প্রথম কৃত্তিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ২০১৮ সালের ১১মে দিবাগত রাত যুক্তরাষ্টের কেনডি স্পেস থেকে উৎক্ষেপন করা হয়। উৎক্ষেপনের প্রায় ৬ মাস পর স্যাটেলাইটের দায়িত্ব বুঝে পায় বাংলাদেশ। বর্তমানে স্যাটেলাইটটির সকল দায়িত্ব পালন করছে বিসিএসসিএল।
কতৃপক্ষ কি বলছে?
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ১ বছর পূর্তি উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর পাশাপাশি ডিটিএইচ প্রযুক্তি অর্থাৎ কেবল ছাড়া টিভি দেখার সেবা এবং প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌছে দেওয়ার উদ্যোগ স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়েছে।
যারা যুক্ত হলেন:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সাথে চুক্তি সাক্ষর করেছে, যমুনা টিভি, বাংলা টিভি, দীপ্ত টিভি, মাই টিভি, বিজয় টিভি এবং সময় টিভি। ব্যাংগুলোর মধ্যে বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংক স্যাটেলাইটের সাথে যুক্ত হয়েছে।
কোথায় চুক্তি সাক্ষর হয়েছে?
১৯ মে ২০১৯ রোববার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সাক্ষর হয়। চুক্তি সাক্ষরের পাশাপাশি একটি স্মারক ডাকটিকেটেরও উদ্ধোধন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসান মাহমুদ, এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং আরো অনেকে।
বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসান মাহমুদ বলেন, আগে টিভি চ্যানেলগুলো বিদেশী স্যাটেলাইটগুলোকে যে ভাড়া দিত তার চেয়ে সাশ্যয়ী মূল্যে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে একই সেবা কিনতে পারবেন। যেসব টিভি চ্যানেল চুক্তি সাক্ষর করল তারা নতুন এক অগ্রযাত্রার সাথে যুক্ত হলো।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, আমাদের এই স্যাটেলাইট সর্বপ্রথম গনমাধ্যম গুলোকে উৎসাহিত করেছে এবং গনমাধ্যমগুলোও স্যাটেলাইটের প্রতি আস্থা রেখেছে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ৭ থেকে ৮ বছরের মধ্যে স্যাটেলাইটের সমস্ত খরচ উঠে আসবে। এছাড়া দেশের ৭৭২টি প্রত্যন্ত ইউনিয়ন সহ দেশে ইন্টারনেট সেবা পৌছে দিতে এই স্যাটেলাইট কাজ করবে। এছাড়া স্যাটেলাইট গবেষণার জন্য একটি বিশেষায়িত ল্যাবরেটরি স্থাপনের প্রকল্পও নেওয়া হয়েছে।
বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বিদেশের বাজারের চেয়ে দেশের বাজারের প্রতি তাদের মনযোগ এখন বেশি। তিনি বলেন এর জন্যই স্যাটেলাইট ব্যান্ডউইডথের আগে যা দাম ছিলো তা অনেক কমে এসছে। এছাড়া এটিএম সেবাতে এই স্যাটেলাইট ব্যাবহারের সুবিধা হলো এটি সাইবার হামলা থেকে নিরাপদ ও নিরবচ্ছিন্ন।
অ্যাটকোর সভাপতি বলেন, স্যাটেলাইট নিয়ে দুশচিন্তার কিছু নেই কোন কেবল যদি কাটা পরে তাতে কোন সমস্যা হবেনা, কারন বিএস কর্তৃপক্ষ বহুস্থরের ফাইবারের ব্যাবস্থা রখেছেন।
Comments
Post a Comment