প্রযুক্তির মাঠ যেন ক্রমেই গরম হতে শুরু করছে। গুগল হুয়াওয়ের সাথে তাদের বাণিজ্য চুক্তি বাতিলের পর ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করা শুরু করেছে চীনা নাগরিকরা। তারা অ্যাপলকে বয়কট করবে বলে সিদ্ধান্ত নিচ্ছে। তাদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সিদ্ধান্তের কথা জানাচ্ছে।
এক ব্যাক্তি লিখেছেন, আমি ভেবেছিলাম পরেরবার স্মার্টফোন হিসাবে অ্যাপলকেই বেছে নিব। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন ব্যাবহার চীনের প্রতি মেনে নেওয়া যায়না। তাই আমি অ্যাপলকে বয়কট করছি।
আরেক ব্যাক্তি লিখেছেন, হুয়াওয়ে এখন পর্যন্ত যে অবস্থান ধরে রেখেছে তা প্রশংসার দাবিদার। এমন কৌশল নিয়েই থাকা উচিত। আমরা বরং অ্যাপলকে ছেড়ে দিব।
আরেক ব্যাক্তি পোস্ট করেছেন, আমরা এখন চাইলেই অ্যাপলের পরিবর্তে অন্য কোন ফোন ব্যাবহার করতে পারি। অ্যাপলই সেরা এমন কোন কথা নেই। অ্যাপলের থেকে গুণে ও মানে সেরা ফোন চীনেই তৈরি হচ্ছে।
গত বুধবার ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে এমন তালিকা ভুক্ত করেছে এখন থেকে যদি মার্কিন কোন প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে বাণিজ্য করে তাহলে তাদেরকে মার্কিন সরকার থেকে অনুমতি নিতে হবে। আর এই ঘোষণার পরেই গুগল তাদের বাণিজ্য চুক্তি হুয়াওয়ের সাথে বাতিল করে।
চীনারা অ্যাপল পণ্য বয়কট করে ট্রাম্প প্রশাসনকে কতটা চাপে ফেলতে পারবে তা বলা মুশকিল। তবে অ্যাপলের জন্য সেটা একরকম খুশির সংবাদ। কারন যুক্তরাষ্ট্রে যদি হুয়াওয়ে তাদের বাজার হারায় তাহলে অ্যাপল একচেটিয়াভাবে সেই বাজার দখল করে নিবে। সেটা অ্যাপলের জন্য ইতিবাচক বলেই মনে করছেন বিশ্লেষকরা।
Tags: Huawei, Huawei Smartphone, Huawei bans in the USA, Google suspend business with Huawei, Google suspend youtube, Gmail, Google maps in Huawei, Chains bans Apple. Huawei new operating system.
কি ঘটেছিলো?
ট্রাম্প প্রশাশনের চীনা জায়ান্ট হুয়াওয়েকে যুক্তরাষ্টে কালো তালিকা ভূক্ত করেছে। এই ঘোষণার পর যুক্তরাষ্টের টেক জায়ান্ট গুগল হুয়াওয়ের সাথে বাণিজ্য চুক্তি বাতিল করে। যার ফলশ্রুতিতে ইউটিউব, জিমেইল, গুগল ম্যপ, প্লে-স্টোরের মত জনপ্রিয় অ্যাপগুলো আর হুয়াওয়ের স্মার্টফোনে থাকবেনা। তবে এই ঘোষণায় আরো বলা হয়, বিদ্যমান যে স্মার্টফোনগুলো বাজারে আছে বা মানুষের হাতে আছে তাতে এই অ্যাপগুলোর আপডেট পেতে কোন রকম সমস্যা হবেন।চীনা নাগরিকদের প্রতিক্রিয়া:
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধ চলার মধ্যেই চীনের অ্যাপল ব্যান্ড ব্যাবহারকারীরা অ্যাপল বয়কটের ঘোষনা দিতে থাকে। যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে ঠিক তার মধ্যে যেন ঘি ঢেলে দিল গুগল। গুগল চীনা জায়ান্ট হুয়াওয়ের ফোনে ইউটিউভ, জিমেইল, গুগল ম্যাপস, প্লে-স্টোরের মত জনপ্রিয় অ্যাপসগুলোর আর আপডেট দিবেনা বলে ঘোষণা দেয়। অর্থাৎ এই অ্যাপসগুলো আর হুয়াওযের ফোনে থাকবেনা।চীনা নাগরিকদের প্রতিক্রিয়া:
যুক্তরাষ্ট্র এবং গুগলের এই ঘোষণার পর চীনা নাগরিকরা আরো বেশি পরিমাণে ঘোষনা দেওয়া শুরু করে আইফোন সহ অ্যাপলের সকল পন্য বয়কট করার। ইতিমধ্যে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এমন ঘোষণা ছড়িয়ে পরতে শুরু করেছে। এ যেন দুর্যোগ মোকাবেলায় সবাই এইযুগে ঝাপিয়ে পরছে।এক ব্যাক্তি লিখেছেন, আমি ভেবেছিলাম পরেরবার স্মার্টফোন হিসাবে অ্যাপলকেই বেছে নিব। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন ব্যাবহার চীনের প্রতি মেনে নেওয়া যায়না। তাই আমি অ্যাপলকে বয়কট করছি।
আরেক ব্যাক্তি লিখেছেন, হুয়াওয়ে এখন পর্যন্ত যে অবস্থান ধরে রেখেছে তা প্রশংসার দাবিদার। এমন কৌশল নিয়েই থাকা উচিত। আমরা বরং অ্যাপলকে ছেড়ে দিব।
আরেক ব্যাক্তি পোস্ট করেছেন, আমরা এখন চাইলেই অ্যাপলের পরিবর্তে অন্য কোন ফোন ব্যাবহার করতে পারি। অ্যাপলই সেরা এমন কোন কথা নেই। অ্যাপলের থেকে গুণে ও মানে সেরা ফোন চীনেই তৈরি হচ্ছে।
যুক্তরাষ্ট্র কেন কালো তালিকা ভূক্ত করল?
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যে যুদ্ধবস্থা বেশ কয়েক মাস ধরেই চলে আসছিলো। কদিন আগেই ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিলেন চীনের বাণিজ্যের উপর নতুন করে কর বসাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এছাড়া চীনা জায়ন্ট হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট গুপ্তচর ভিত্তির অভিযোগ তুলে। তারা দাবি করে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তর জন্য হুমকি সরূপ। হুয়াওয়ের মাধ্যমে নজরদারী ও তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগও করে ট্রাম্প প্রশাসন। কিন্তু চীনা জায়ন্ট হুয়াওয়ে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।গত বুধবার ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে এমন তালিকা ভুক্ত করেছে এখন থেকে যদি মার্কিন কোন প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে বাণিজ্য করে তাহলে তাদেরকে মার্কিন সরকার থেকে অনুমতি নিতে হবে। আর এই ঘোষণার পরেই গুগল তাদের বাণিজ্য চুক্তি হুয়াওয়ের সাথে বাতিল করে।
চীনা সরকার কি বলছে?
চীনা সরকার বলছে, হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা তাদের সরকারের তরফ থেকে করা হচ্ছেনা। ব্যাপারটা একান্তই ট্রাম্প নিজের যা সরকারিভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।বিশ্লেষকগণ কি বলছে?
হুয়াওয়ের সাথে গুগলের বাণিজ্য চুক্তি বাতিল করায় চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রায় পৌছাবে। তাদের মতে হুয়াওয়ে এখন পশ্চিমা বাজার হারাবে কারন গুগলের এই সেবাগুলো ছাড়া কেউ স্মার্টফোন কিনতে আগ্রহী হবেনা।চীনারা অ্যাপল পণ্য বয়কট করে ট্রাম্প প্রশাসনকে কতটা চাপে ফেলতে পারবে তা বলা মুশকিল। তবে অ্যাপলের জন্য সেটা একরকম খুশির সংবাদ। কারন যুক্তরাষ্ট্রে যদি হুয়াওয়ে তাদের বাজার হারায় তাহলে অ্যাপল একচেটিয়াভাবে সেই বাজার দখল করে নিবে। সেটা অ্যাপলের জন্য ইতিবাচক বলেই মনে করছেন বিশ্লেষকরা।
Tags: Huawei, Huawei Smartphone, Huawei bans in the USA, Google suspend business with Huawei, Google suspend youtube, Gmail, Google maps in Huawei, Chains bans Apple. Huawei new operating system.
Comments
Post a Comment