ঈদ উপলক্ষে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ এবং বাড়তি বিক্রির আশায় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান গুলো বিভিন্ন অফার দিয়ে থাকে। এবারও তার ব্যাতিক্রম নয়, ঈদ উপলক্ষে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বিশেষ মূল্য ছাড় থেকে শুরু করে মোটরবাইক, থাইল্যান্ড এবংকি আগামী ৩০মে থেকে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ার্ল্ড কাপ মাঠে বসে দেখার সুযোগ। চলুন দেখে নেওয়া যাক নির্মাতা প্রতিষ্ঠানগুলো কি কি অফার দিচ্ছে।
স্যামসাং:
স্যামসাং বাংলাদেশ বড় উৎসব ঈদকে সামনে রেখে শুরু করেছে “অ্যা গ্রান্ড ইনভাইট” শীর্ষক প্রচারণা। তাদের এই প্রচারণা চলবে সারা দেশব্যাপী পুরো রমজান মাস জুড়ে। এই অফারের আওতায় স্যামসাং গ্যালাক্সি এস নোট ফোন কিনলে পাচ্ছেন ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিংবা পেতে পারেন ফ্রি স্যামসাং গ্যালাক্সি বাডজ। গ্যালাক্সি নোট নাইন ও এস নাইন কিনলেই পাচ্ছেন সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিকাশ গ্রাহকগণ স্যামসাংয়ের যে কোন পণ্য কিনলেই পাচ্ছেন ৫% ক্যাশব্যাক। এছাড়া গ্যালাক্সি এ থার্টি ২২ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাচ্ছেন মাত্র ২০ হাজার ৯৯০ টাকা, গ্যালাক্সি এ ফিফটি ২৬ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ২৪ হাজার ৯৯০ টাকা। এক্সচেঞ্জ অফারে কেউ যদি গ্যালাক্সি এ ফিফটি কিনে তাহলে পাবেন সর্বোচ্চ ৩ হাজার টাকা ক্যাশব্যাক। বিস্তারিত জানা যাবে স্যামসাং বাংলাদেশের যে কোন আউটলেটে।
হুয়াওয়ে:
“হুয়াওয়ে ছন্দে, ঈদ হোক আনন্দে” শীর্ষক প্রচারণা শুরু করেছে হুয়াওয়ে বাংলাদেশ। এই অফারে গ্রাহক স্মার্ট ফোন কিনে প্রতি সপ্তাহরে পেতে পারেন থাইল্যান্ড যাওয়ার সুযোগ সহ মোটরবাইক এবং প্রতিদিন একটি করে আকর্ষণীয় স্মার্টফোন। এছাড়া হুয়াওয়ের স্মার্টফোন বা ট্যাব কিনলে পেতে পারেন সর্বোচ্চ ১০ হাজার টাকার ক্যাশব্যাক, মূল্যহ্রাস বা উপহার সামগ্রী। হুয়াওয়ে পি ৩০ এবং পি ৩০ প্রোর সাথে রয়েছে হুয়াওয়ের ইয়ার বাডস। পি ৩০ লাইট ও ওয়াই ম্যাক্সের সাথে পাওয়া যাবে হুয়াওয়ের হেডফোন। একটি রঙ্গিন ছাতা পাওয়া যাবে ওয়াই সেভেন প্রোর সাথে।নোভা ৩ আইয়ের সাথে ২ হাজার টাকা এবং ওয়াই নাইনের সাথে ১ হাজার ৫০০ টাকা নিশ্চিত ক্যাশব্যাক। আপনি যদি সৌভাগ্যবান হন তাহলে পেতে পারেন ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। হুয়াওয়ের ঈদ অফার চলবে ১০ জুন পর্যন্ত।
অপো:
ঈদ উপলক্ষে জুনের ৬ তারিখ পর্যন্ত অপো এফ১১ এবং অপো এ-৭ সিরিজের যে কোন স্মার্টফোন কিনলেই পাচ্ছেন আইসিসি ওয়ার্ল্ড কাপ মাঠে বসে দেখার সুযোগ এছাড়া নগদ ১ লাখ টাকা পুরষ্কার অথবা পেতে পারেন অপো এফ ১১ প্রো মার্ভেল অ্যাভেঞ্জার্স সিরিজের স্মার্টফোন।
শাওমি:
ঈদ উপলক্ষে শাওমি রেডমি গো, মি এ২, রেডমি ৬এ সহ নিদিষ্ট একটি স্মার্টফোন কিনে পেতে পারেন আকর্ষণীয় উপহার কিংবা মূল্যছাড়। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমের শাওমি মি এ২ কিনে পেতে পারেন ৩ হাজার টাকা মূল্যছাড়। ২ জিবি র্যামের এবং ১৬ জিবি রমের রেডমি ৬এ কিনে পেতে পারেন ৫০০ টাকা মূল্যছাড়। একটি আকর্ষণীয় টি-শার্ট উপহার হিসাবে রয়েছে রেডমি গোর সাথে।
সিম্ফনি:
১ হাজার টাকা ছাড়ে ৫ হাজার ৬৯০ টাকায় পাচ্ছেন সিম্ফনি আই ১৫ মডেলের ফোনটি। ৭৫০ টাকা ছাড়ে ৪ হাজার ৭৯০ টাকায় ভি৭৫, ৪ হাজার ৫৪০ টাকয় ভি ৯৮, ২০০ টাকা ছাড়ে। ভি ১৪২ পাচ্ছেন ৫ হাজার ৪৯০ টাকায় ৩৫০ টাকা ছাড়ে, এবং ১০ হাজার ৯৯০ টাকায় হ্যালিও এস ৫ সেটটি পাচ্ছেন ৩ হাজার টাকা ছাড়ে।
টেকনো:
ঈদ উপলক্ষে টেকনো দিচ্ছে ১ হাজার টাকা ছাড়ে টেকরো পপ ওয়ানএস ৭ হাজার ৪৯০ টাকা এবং ক্যামন আই স্কাই ২ ৯ হাজার ৯৯০ টাকায় ১ হাজার ৭০০ টাকা ছাড়ে পাচ্ছেন।
তথ্যসূত্র: ইন্টারনেট।
Tags: Smartphone Eid Offer 2019, Eid-ul-fiar Smartphone offer, Samsung Offer, Symphony offer, Eid Offer, Mobile Phone Offer, Techno Smartphone Offer, Oppo Smartphone offer, xiaomi smartphone offer, huawei samrtphone offer, Smart Phone.
Comments
Post a Comment