How to Add YouTube Live Subscriber count to Blog

আমাদের যাদের ইউটিউভ চ্যানেল এবং ব্লগ দুটিই রয়েছে আজকের পোস্টটি শুধুমাত্র তাদের জন্য। তাই বলে এই না যে অন্যরা দেখতে পারবেন না। আমি বুঝাতে চেয়েছি তাদের এই পোস্টটি বেশি দরকার হবে। তবে যে কেউ চাইলেই এই টিপসটি শিখে রাথতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কেন করবেন?

যেমনটি বলছিলাম, আপনার যদি ব্লগ এবং ইউটিউভ চ্যানেল থেকে থাকে। তাহলে আপনি চাইলেই আপনার চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট আপনার ব্লগে দেখাতে পারবেন। প্রশ্ন আসতে পারে আপনি কেন আপনার চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট আপনার ব্লগে দেখাবেন? উত্তরটি আমি আমার অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করছি, আপনি যদি আপনার চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট আপনার ব্লগে দেখান তাহলে। আপনার চ্যানেলের প্রচারটি এখানে হয়ে যাচ্ছে। তাছাড়া লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখলে আপনার চ্যানেলের প্রতি মানুষের আগ্রহও অনেকটাই বেড়ে যাবে।

যেভাবে করবেন:

  • প্রথমে আপনাকে আপনার চ্যানেলের হোম পেইজে ভিজিট করতে হবে।
  • এবার অ্যাড্রেস বার থেকে আপনার চ্যানেলের ইউজার আইডিটি কপি করে নিতে হবে।
  • কপি করার পর, এই সাইটে ভিজিট করতে হবে।
  • এবার যে সাইটটি অপেন হয়েছে তার সার্চ বক্সে আপনার চ্যানেলের ইউজার নেইমটি পেস্ট করতে হবে।
  • ঠিকঠাক পেস্ট করতে পারলে সাইটের হোম পেইজে আপনার চ্যানেলটি দেখাবে, টোটাল সাবস্ক্রাইবার সহ।
  • এবার বাম পাশের নিচ থেকে Sharing & Embaded এ ক্লিক করতে হবে।
  • এবার আপনি একটি কোড দেখতে পারবেন। এই কোডটি কপি করে রাখতে হবে।
  • এবার আপনার ব্লগারের ড্যাশবোর্ডে থাকা লেআউটে ক্লিক করতে হবে।
  • আপনি আপনার ব্লগের যে জায়গায় লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখাতে চান সেখানে একটি HTML/Java Script গ্যজেট অ্যাড করতে হবে।
  • এবার এই গ্যাজেটের Description এ আপনার কপি করে রাখা কোডটি পেস্ট করুন। এবং টাইটেলে ইচ্ছামত নাম দিয়ে সেভ করুন।
  • এবার Save Arrangement এ ক্লিক করুন।
  • এবার ব্লগ ব্রাউজ করে দেখুন আপনার লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখা যাবে।
বুঝতে কোন রকম অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখুন। যে কোন সমস্যা আমাদের জানাতে পারেন আমাদের ফেসবুক পেইজে। এছাড়াও নতুন নতুন সব টিপস, টিউটোরিয়াল পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখুন:

Comments