প্রযুক্তিগত চমক দেখা যাবে আইসিসি ওয়ার্ল্ডকাপে (ভিডিও সহ) || ICC World Cup 2019

আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আইসিসি বিশ্বকাপ উন্মাদনা মূল ম্যাচ ৩০ তারিখ থেকে শুরু হলেও আগামীকাল থেকে প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে যাবে এবারের আসারের মূল ম্যাচগুলোর পাশাপাশি ১০ প্রস্তুতি ম্যচও সরাসরি সম্প্রচার করবে আসসিসি ম্যাচগুলোশুরু হবে বাংলাদেশ সময় বিকাল .৩০ মিনিটে এবং কিছু ম্যাচ সন্ধ্যা .৩০ মিনিটে

কয়টি দল অংশ নিচ্ছে?

আসসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯- মোট ১০টি দল অংশ নিচ্ছে তার মধ্যে প্রথম ৮টি দল সরসরি জায়গা করে নেয় আর বাকি দুটি দল বাছাই পর্ব খেলে মূল দলে জায়গা পায় এবারের আসরে ্যাংকিং অনুসারে প্রথমে জায়গা করে নেওয়া দল গুলো হলো: ইংল্যান্ড, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, শ্রীলংকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং বাংলাদেশ পরবর্তীতে বাছাই পর্ব পার হয়ে যু্ক্ত হয় উইন্ডিজ এবং আফগানিস্তান

খেলা কিভাবে হবে?

আগের আসরগুলোতে গ্রুপে বিভক্ত হয়ে খেলা হলেও সে নিয়ম থেকে সরে এসেছে আইসিসি এবারের আসরের প্রতিটি দল প্রতিটি দলের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল

কমেনট্রেটর কারা থাকছেন?

এবারের আসরের জন্য আইসিসি মোট ২৪ জন কমেনট্রেটরের নাম প্রকাশ করেছে এবার কমেন্ট্রি বক্সে দেখা মিলবে নবীণদের তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ থেক প্রথমবারের মত ডাক পাওয়া আতাহার আলী খান এছাড়াও রয়েছেন, নাসের হুসেইন, মাইকেল ক্লার্ক, ইয়ান বিশপ, ইয়ান ওর্য়াড, সৌরভ গাঙ্গুলী, রমিজ রাজা, মেলানি জোনাস, ইয়ান স্মিথ, কুমার সাঙ্গাকারা, সাইমন ডুল, মাইকেল আর্থরটন, হার্শা ভোগলে, অ্যালিসন মিচেল, সঞ্জয় মাঞ্জেরেকার, ব্রেন্ডন ম্যাককালাম, পমি মাবাঙ্গুয়া, গ্রায়েম স্মিথ, ওয়াসিম আকরাম, ইশা গুহু, মাইকেল হোল্ডিং, শন পোলক, মার্ক নিকোলাস এবং মাইকেল স্লাটার

অ্যাম্পায়ার প্যানেল:

ম্যাচের বির্তক এড়াতে এবারেও আইসিসি বেছে নিয়েছে অভিজ্ঞ আম্পায়দের এই আসরে মোট ১৬ জন অভিজ্ঞ আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন তারা হলেন: আলিম দার, মারিস ইরাসমাস, ক্রিস গ্যাফিনি, ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংউরথ, রিচার্ড ক্যাটেলবার্গ, নাইজেল লং, রুচিরা পালিয়াগুরুগে, এস রবি, পল উইলসন, রড টাকার, মাইকেল গহ, পল রাইফেল, জো উইলসন, ব্রুস অক্সিনফোর্ড কুমার ধর্মসেনা

ম্যাচ অফিসিয়াল:

এবারের আসরে মোট ম্যাচ অফিসিয়াল থাকবেন মোট জন তাদের মধ্যে ডেবিড বুন, রিচি রিচার্ডসন, ক্রিস বড, রাঞ্জান মাদুগালে, জেফ ক্রো, এন্ডি পাইক্রট

সম্প্রচারে নতুনত্ব:    

বরাবরই আইসিসি কিছু না কিছু প্রযুক্তিগত চমক নিয়ে হাজির হয় যেমন গত আসরে নিয়ে এসেছিলো এলইুড স্ট্যাম্প তেমনি এবারের আসরেও থাকছে প্রযুক্তির দারুন সব চমক ৪৬ দিনের টুর্নামেন্টে মোট ৪৮ টি ম্যাচ এবং ১০ টি প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইসিসি তাই প্রযুক্তিগত কোন ফাক-ফোকর রাখতে নারাজ ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা প্রতি ম্যাচে থাকবে মোট ৩২টি ক্যামেরা তার মধ্যে হক-আই আল্ট্রা মোশন ক্যামেরা থাকবে ৮টি ফুটবল মাঠে পুরাতন হলেও ক্রিকেট মাঠে এবারই প্রথম দেখা যাবে ৩৬০ ডিগ্রি রিপ্লের থাকবে প্লেয়ার ট্যাকিং ডিভাইস, ড্রোন ক্যামেরা এবং বাগি ক্যামেরা স্পাইডার ক্যাম, এলইডি স্ট্যাম্প, ডিজিটাল পেরিমিটার, ডিআরিএস এগুলো তো থাকছেই

কোথায় দেখা যাবে?

আইসিসি এবারের আসরের ম্যাচগুলে উপভোগ করা যাবে বিশ্বের ২০০টি দেশ থেকে বাংলাদেশ থেকে এবারের আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি মাছরাঙ্গা টিভি এছাড়াও ্যাবিটহোল ওয়েবসাইট, ্যাবিটহোল অ্যাপে খেলা উপভোগ করা যাবে ম্যাচের বিশেষ অংশগুলো দেখা যাবেবঙ্গবিডিতে খেলার বাংলা ধারাবিবরণী উপভোগ করা যাবে বাংলাদেশ বেতারে

প্রাইজমানি কি থাকছে?

এবারের বিশ্বকাপটি মোট কোটি ডলারের টাকার অংকে যা বিশাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে মিলিয়ন ডলার বা বাংলাদেশী টাকায় ৩৪ কোটি টাকা রানার্সআাপ দল পাবে মিলিয়ন ডলার অর্থাৎ ১৭ কোটি টাকা সেমিফাইনাল থেকে যে দুটি দল বাদ পরবে তারা পাবে প্রায় কোটি টাকা করে এবারের আসরে কোন দল যদি কোন ম্যাচ না জেতে তাহলেও যাবে ৮৫ লাখ টাকা প্রতি ম্যাচ জয়ে বোনাস থাকছে ৩৪ লাখ টাকা করে তবে ব্যাক্তিগত পুরষ্কারের কোন তালিকা প্রকাশ করেনি আইসিসি তাই প্লেয়ার অব দ্যা ম্যাচ, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট এগুলোর পুরষ্কার অজানা

প্রযুক্তিগত, দলের শক্তির বিচারে কিংবা কমেন্ট্রি সব মিলিয়ে জমজমাট এক বিশ্বকাপ হতে যাচ্ছে বলেই ধারনা করছে সকল ক্রিকেট প্রেমী ক্রিকেট বোদ্ধারা। এবারের আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন? বাংলাদেশ কি পারবে সেমিফাইনালে যেতে? যটপট কমেন্টস করে জানিয়ে দিন
আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন:
Tags: ICC World Cup 2019, ICC World Cup 2019 Live, World Cup 2019 Broadcast List, Where to watch ICC world cup 2019, ICC world cup Broadcaster list of Bangladesh, GTV Live, BTV Live, Maasranga Live, ICC World Cup Umpire List, ICC World Cup Commentator List, ICC World Cup Total Prize Money, Telecast Technology, ICC World Cup technology, ICC World Cup New Technology.

Comments