এক বল্গ পোস্টে গুগল জানিয়েছে তারা সম্প্রতি একটি বাগ খুজেঁ পেয়েছে যা জি সুইট ব্যাবহারকারীদের পাসওয়ার্ড প্লেইন টেক্সটে সংরক্ষণ করে আসছিলো। গুগল জানিয়েছে এই বাগ ২০০৫ সাল থেকে ছিলো। তবে গুগল দাবি করেছে কারো পাসওর্য়াড বাধ্যতামূলক ভাবে সরক্ষণ করা হচ্ছিল না। বর্তমানে যে সকল পাসওর্য়াড সংরক্ষণ হয়ে আসছিলো সেগুলো রিসেট করা হয়েছে, এবং তাদের অ্যাডমিনিস্ট্রাটরদের জানানো হয়েছে। খবর দ্যা ভ্যার্জের।
তবে গুগল এটা বলেনি কতজন মানুষের পাসওর্য়াড সংরক্ষিত হয়েছে বা ছিলো। গুগল এটাও বলেছে তারা এমন কোন তথ্য এখন পর্যন্ত খুজেঁ পায়নি যারা এই পাসওর্য়াডগুলো কোন খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করেছে। তবে এটাও পুরোপুরি ক্লিয়ার না এই প্লেইন টেক্স পাসওর্য়াডগুলোতে কেউ অ্যাক্সেস করেছে কিনা।
গুগল এক ব্লগ পোস্টে বলেছে, এই বাগ ইতিমধ্যে ফিক্স করা হয়েছে। এবং তারা দুঃখিত এমন একটি ঘটনা ঘটার জন্য।
জি সুইট কি?
জি সুইট হলো জিমেই এবং গুগলের অনান্য অ্যাপসগুলোর কর্পোরেট ভার্সন। মূলত কোম্পানির জন্য ফিচার ডিজাইন করতে গিয়েই বাগের সৃষ্টি হয়েছিলো। আগে কোম্পনির জিসুইট অ্যাডমিনিস্ট্রাটরগণ তাদের ইউজারদের পাসওর্য়াড ম্যানুয়ালি সেট করতে পারতেন। নতুন কোন অ্যাম্প্লয়ি জয়েন করলে তার পাসওর্য়াড ম্যানুয়ালি সেট করলে অ্যাডমিন কনসোল তা প্লেইন টেক্সট আকারে সেভ করে রাখত কোন রকম হ্যাশিং ছাড়াই। পরবর্তিতে গুগল অ্যাডমিনদের সেই সক্ষমতা বাতিল করে দেয়।তবে গুগল এটা বলেনি কতজন মানুষের পাসওর্য়াড সংরক্ষিত হয়েছে বা ছিলো। গুগল এটাও বলেছে তারা এমন কোন তথ্য এখন পর্যন্ত খুজেঁ পায়নি যারা এই পাসওর্য়াডগুলো কোন খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করেছে। তবে এটাও পুরোপুরি ক্লিয়ার না এই প্লেইন টেক্স পাসওর্য়াডগুলোতে কেউ অ্যাক্সেস করেছে কিনা।
গুগল এক ব্লগ পোস্টে বলেছে, এই বাগ ইতিমধ্যে ফিক্স করা হয়েছে। এবং তারা দুঃখিত এমন একটি ঘটনা ঘটার জন্য।
আমরা আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের নিরাপত্তা অত্যান্ত গুরুত্বসহকারে বিবেচনা করি এবং অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আমরা সেরা অনুশীলন করে থাকি যার জন্য আমরা নিজেদের গর্বিত মনে করি। আমরা কখনও আমাদের গ্রাহকদের নিরাপত্তা এবং আমাদের স্ট্যান্ডার্ডের সাথে আপোষ করিনা। আমরা আমাদের ব্যাবহারকারীদের কাছে ক্ষমাপার্থী এবং ভবিষত্যে আরো ভালো করার আশা রাখি।Tags: Google, Google G Suite, G Suite Store Password over 14 year as plain text. Google Stored Unhashed G Suite Password over a decade, Google Says Some G Suite User password has stored. G Suite user password stored.
Comments
Post a Comment