How to Create YouTube Channel || হতে চাইলে ইউটিউভার পর্ব - ২

গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনি একটি জিমেইল আইডি ক্রিয়েট করবেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনি একটি ইউটিউভ চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেল থেকে টাকা উপার্জন করবেন। আর তার সাথে তো বোনাস টিপস থাকছেই। সো বন্ধুরা লেটস্ বিগিন দ্যা শো.....

কিছু কথাবার্তা:

বন্ধুরা ইউটিউভ চ্যানেল খোলার আগে আপনার যে ব্যাপারটি মাথায় রাথতে হবে তা হলো, আপনি কেন ইউটিউভ চ্যানেল খোলবেন? আপনি কি শুধুমাত্র ইউটিউভে ভিডিও দেখার জন্য বা লাইক, কমেন্টস করার জন্য ইউটিউভ চ্যানেল ক্রিয়েট করবেন নাকি নিজেই একজন ইউটিউভ ভিডিও ক্রিয়েটর হবেন? আপনি যদি ইউটিউভ ক্রিয়েটর হতেই চান তাহলে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করবেন? কোন বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান রয়েছে? ইউটিউভে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, স্পোর্টস, মিউজিক, নিউজ, কমেডি, টেকনোলজি, গেইমিং ইত্যাদি। এগুলো থেকে যে কোন একটি ক্যাটাগরি বাছাই করে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি খুব ভালো গেইমার হন, তাহলে আপনি শুধুমাত্র গেইম খেলে ইউটিউভ থেকে অনেক টাকা আয় করতে পারবেন। তবে যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে, আপনি একাধিক ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন না, যেমন আপনি যদি চান আপনার চ্যানেলে গেইমিং ভিডিও দিবেন সাথে শর্টফিল্মও আপলোড করবেন তাহলে আপনার কমিউনিটি তৈরি হবেনা। মোটকথা, যে কোন একটি বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। অনেক ইউটিউভার আছেন যারা ব্লগ ভিডিও করে, কেউ কেউ ভিবিন্ন পণ্যের রিভিউ করে, কেউ কেউ শর্টফিল্ম বা ফানি ভিডিও নিয়ে কাজ করে আবার কেউ টেক রিলেটেট ভিডিও নিয়ে কাজ করে। তারা কিন্তু ইতিমধ্যে তাদের একটি কমিউনিটি তৈরি করতে পেরেছেন। তাই আপনাকে ঠিক করে ফেলতে হবে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করবেন।

কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন?

কিভাবে ইউটিউভ লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট ব্লগে অ্যাড করবেন?

সেপ্টেম্বর থেকে ফেসবুক আর ইউটিউভ সরকারি নিয়ন্ত্রণে!

বোনাস টিপস ১:

ইউটিউভে যে কাজটি করা যাবেনা সেটি হচ্ছে অন্যের কনটেন্ট চুরি করে আপলোড করা যাবেনা। জ্বি, আমি এটাকে সরাসরি চুরিই বলছি কারন অন্যের কনটেন্ট তার অনুমতি ছাড়া আপনি আপলোড করলেন মানে আপনি চুরি করলেন। আপনি যদি এমন চুরির মানসিকতা নিয়ে ইউটিউভে কাজ করতে আসেন তাহলে আপনার ইউটিউভ ভবিষ্যত অন্ধকার। কারন অন্যের কনটেন্ট দিয়ে আপনি হয়ত সাময়িক বেশ সাফল্য পাবেন তবে সেটা দীর্ঘমেয়াদী নয়।

একটি চ্যানেলের উদাহরন দেই, ‘বুড়ো শালিক’ নামে একটি ইউটিউভ চ্যানেল ভিবিন্ন টিভি চ্যানেলের নিউজের অংশ কেটে কেটে আপলোড করত। এতে উনি বেশ সাফল্যও পেয়েছিলো। উনার চ্যানেলের সাবস্ক্রাইবার ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছিলো এবং চ্যানেলটি ইউটিউভে ভ্যারিফাইড। কিন্তু কিছুদিন আগে এক নিউজ চ্যানেলের ভিডিও আপলোড করায় উনি পাইকারী হারে স্টাইক খেতে থাকে। উনি সাথে সাথে সব ভিডিও ডিলেট করে দেয়। বর্তমানে উনার চ্যানেলে কোন ভিডিও নেই :D । উনি হয়ত বুঝতে পেরেছেন অন্যের কনটেন্ট দিয়ে সাময়িক সাফল্য পাওয়া যায় তবে সেটা দীর্ঘমেয়াদী না।

বোনাস টিপস ২:

ইউটিউভিং করতে গেলে তারপরে যে ব্যাপারটি চলে আসে সেটি হচ্ছে আপনার চ্যানেলের নাম। চ্যানেলের নাম ঠিক করার আগে আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে। অনেক ইউটিউভারদের দেখলাম সোহাগ ৩৬০ দেখে নিজেরার ৩৬০ লাগিয়ে চ্যানেল খুলে ফেললেন। তাদের মত ক্রিয়েটিভ হতে যাবেন না আবার। চ্যানেলের নাম ঠিক করার আগে যে ব্যাপারটি মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনার যে টাইপের কনটেন্ট হবে তার সাথে মিলিয়ে চ্যানেলের নাম রাখাটা হবে আপনার চ্যানেলের একটি পজেটিভ দিন। আপনি যদি এন্টারটেইনমেন্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে চ্যানেলের নামের সাথে এন্টারটেইনমেন্ট শব্দটি লাগিয়ে দিবেন। যদি গেইম নিয়ে কাজ করেন তাহলে গেইমার শব্দটি লাগিয়ে দিবেন। অর্থাৎ আপনার চ্যানেলের নাম যেন আপনার কনটেন্টকে রিপ্রেজেন্ট করে। তাছাড়া আপনি যে নামটি সিলেক্ট করছেন সেই নামে আরো ইউটিউভ চ্যানেল আছে কিনা সেটাও দেখতে হবে। যদি একই নামে আরো চ্যানেল থেকে থাকে এবং তারা যদি ইউটিউভে প্রতিষ্ঠিত হয় তাহলে সার্চ করার সময় আপনার চ্যানেল পিছনে পরে থাকবে। তাই চ্যানেলের নাম নির্বাচনের সময় এই ব্যাপারগুলো মাথায় রাখবেন।

এতক্ষণ যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, আপনি যদি এগুলোর সাথে একমত হয়ে ইউটিউভে কাজ করতে পারেন তাহলে ইউটিউভ আপনার জন্য রাইট চয়েজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ইউটিউভ চ্যানেল ক্রিয়েট করতে হবে। ইউটিউভ চ্যানেল ক্রিয়েট কিভাবে করবেন তার সুবিধার জন্য, স্টেপ বাই স্টেপ একটি ভিডিও দিয়ে দিচ্ছি।

তো বন্ধুরা ভিডিও দেখে বুঝতে কোন রকম অসুবিধা হলে অবশ্যই আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করবেন। যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলেও। নতুন নতুন সব টেক রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার ইউটিউভ চ্যানেলে যুক্ত হয়ে যান।

আগের পর্বটি মিস করে থাকলে:

Tags: How to create a youtube channel, YouTube Channel, YouTube channel open tips, Youtube tips.

Comments

  1. Borgata Hotel Casino & Spa announces opening date for
    Borgata 영천 출장마사지 Hotel Casino & Spa announced that 동두천 출장안마 its flagship property, 사천 출장샵 Borgata Hotel 대전광역 출장샵 Casino & Spa, has officially opened 영천 출장안마 the casino in

    ReplyDelete

Post a Comment